
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ এবং তার জেরে লকডাউনের প্রভাবে এই নিয়ে পর পর তিন দিন সোনার দামে পতন
মঙ্গলবার পতনের ফলে প্রতি ১০ গ্রাম খাঁটি সোনার দাম কমে এসে দাঁড়াল ৪৩,২৩২ টাকায়। পাশাপাশি, রুপোর বাট প্রতি কেজির দাম ০.৩% বেড়েছে,ফলে এ দিন দাঁড়িয়েছে ৩৯,৯২৫ টাকায়। তবে ত্রৈমাসিক দরের ওঠানামার ভিত্তিতে চলতি মাসের গোড়ায় প্রতি ১০ গ্রাম সোনার দাম সর্বোচ্চ ৪৫,০০০ টাকা উঠেছিল,তাতে প্রায় ৪,০০০ টাকা লাভ পাওয়া গেছে। আন্তর্জাতিক বাজারেও এ দিন সোনার দামে পড়ে গিয়েছে অনেকটাই। লকডাউনের জেরে নিম্নমুখী শেয়ারবাজারও। চলতি ত্রৈমাসিকে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ৬.৫% বৃদ্ধি পেয়েছে। এই নিয়ে পর পর ছয়টি ত্রৈমাসিকে বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী থাকল। বিশেষজ্ঞদের মতে, বিশ্ব আর্থিক মন্দা নিয়ে উদ্বেগ এবং করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির একাধিক আর্থিক প্যাকেজের ঘোষণা করেছে, তাই আন্তর্জাতিক স্তরে সোনার চাহিদা বৃদ্ধি পেয়েছে। যার ফলেই দামের কোনও উল্লেখযোগ্য পতন ঘটেনি। মনে করা হচ্ছে, চলতি অবস্থা বজায় থাকবে এবং তার জেরে দেশের বাজারেও সোনার দাম কিছু বাড়তে পারে।