
নিউজটাইম ওয়েবডেস্ক : গত ২৪ ঘন্টায় সারা দেশে আরও ৯২ টি করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে, এবং ৪ জন মৃত, জানালেন স্বাস্থ্য মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি লব আগরওয়াল। তিনি জানান গোটা দেশে মোট ১০৭১ টি করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে এখনও পর্যন্ত।
তিনি এও জানান, সমস্ত প্রথম বিশ্বের দেশ গুলি, যেগুলি আয়তনে ভারতের থেকে বেশ ছোটো এবং জনসংখ্যাও বেশ কয়োকগুণ কম। তাঁদের তুলনায় এখনও সেই সমান হারে উন্নত না হয়েও ভারতে এখনও পর্যন্ত ভারতে আক্রান্তের হার বেশ কম। তিনি জানান, প্রথম থেকেই সোশ্যাল ডিসট্যান্সিং ও লকডাউনের জন্য সসংক্রমণের বাড়াবাড়ি রোখা গেছে বেশ খানিকটা।