
নিউজটাইম ওয়েবডেস্ক :
দেশজুড়ে লকডাউন। কিন্তু তা সত্ত্বে ও দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০০ এর কাছাকাছি। আজ সকাল সাড়ে ন’টা পর্যন্ত নতুন করে করোনার কবলে পড়েছেন আর ও ১৫১ জন।মৃত্যু হয়েছে আরও দু’জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে করোনার আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮৭। সুস্থ হয়ে উঠেছেন ৭৮ জন। একজন অন্যত্র চলে গিয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯। শুক্রবার কর্নাটকের তুমকুর জেলায় এক ৬৫ বছরের ব্যক্তির মৃত্যু হয়েছে। রাতের দিকে দিল্লিতে মৃত্যু হয়েছে ইয়েমেনের এক নাগরিকের। যিনি লিভারদাতা হিসেবে দিল্লিতে এসেছিলেন। পশ্চিবঙ্গেও একসাথে ১৫ জন অসুস্থ হয়েছেন। শুক্রবার একই পরিবারের পাঁচজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁরা নদিয়ার তেহট্টে একটি বিয়েবাড়িতে এসেছিলেন। ব্রিটেনের এর ব্যক্তির সাথে তাদের যোগসাজস হয়েছিল বলে জানা গেছে। এদিকে, বিশেষজ্ঞদের আশঙ্কা, যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে কয়েকদিনের মধ্যে ভারতে করোনার তৃতীয় পর্যায় শুরু হতে পারে। যদিও সেই চিন্তা করতে নিষেধ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ও ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। আধিকারিকদের মতে, ভারতে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। তবে এরকম পরিস্থিতি তৈরি হলে, তা মোকাবিলার জন্য প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন কোভিড-১৯ এর টাস্ক ফোর্সের সদস্যরা।