
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মোকাবিলায় কেরালার নয়া পদক্ষেপ, হোম কোয়ারেন্টাইনে থাকা সমস্ত বাড়ি গুলিতে লাগানো হবে পোস্টার। কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে এই কাজ শুরু হল শুক্রবার। রাজ্যের মন্ত্রী কদকম্পল্লী সুরেন্দ্রন এদিন জানান, এই পোস্টারিংএর ফলে স্বাস্থ্যকর্মিদের কোয়ারেন্টাইনে থাকা পরিবারগুলির পর্যবেক্ষণে বেশ সুবিধা হবে।
সুরেন্দ্রন জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা প্রত্যেকটি বাড়িতে একটি বিশেষ স্টিকার লাগানো হবে। যা, এই আইসোলেশনের পদ্ধতিকে সহজ করবে। এই স্টিকারে প্রত্যেকটি বাড়ির জন্য একটি সিরিয়াল নম্বর থাকবে। এছাড়া, এতে পর্যবেক্ষণের সময়সীমা অর্থাৎ আইসোলেশনের শুরুর ও শেষের তারিখ লেখা থাকবে। তারসাথে পরিবারের সদস্য সংখ্যাও লেখআ থাকবে এই স্টিকারে। এই ব্যবস্থার ফলে প্রত্যেকটি বাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানো হবে আরও সহজ। এদিন সকালেই সুরেন্দ্রন জানান, মানসিক স্বাস্থ্যের দেখভালের জন্য তৈরি সমস্ত হেল্প লাইন নম্বর ও অন্যান্য সীহীয্যের জন্য চালু সমস্ত নম্বর বিরামহীন ভাবে কাজ করে চলেছে। এছাড়া কমিউনিটি কিচেনের ব্যবস্থাও শুরু হয়ে গেছে শুক্রবার থেকে। এরফলে খাদ্যের অভাব মিটবে বেশ খানিকটা।