
নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতে ক্রমাগত লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিন ধরে দেশ জুড়ে চলছে লকডাউন। সাধারণ মানুষের বাইরে বেরোনো নিষেধ। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ১.৭ লক্ষ কোটি টাকার একটি আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।
প্রায় ৭৫ বেসিস পয়েন্ট কমবে রেপো রেট, এছাড়া রিভার্স রেপো রেট কমবে ৯০ বেসিস পয়েন্ট। ফলে বর্তমান রিভার্স রেপো রেট দাঁড়াল ৪ শতাংশ। গত কয়েক সপ্তাহ রেকর্ড পরিমান ক্ষতি হয়েছে ভারতীয় এবং বিশ্ব শেয়ার বাজারে। ধস নেমেছে বেশ কয়েকবার। বিশেষজ্ঞদের মতে করোনার জের কাটলে, গোটা বিশ্বের বাজার পড়বে এর প্রভাব। ২০০৮-০৯ সালের রিসেশনের মত প্রভাব পড়বে বলেও আশঙ্কে করছেন অনেকে। বেশ খানিকটা ক্ষতি হলেও ধীরে ধীরে স্থীতাবস্থা ফিরছে শেয়ার বাজারে। টাকার মূল্য বাড়ছে ডলারের তুলনায়। আর্থিক স্থিতাবস্তা বজায় রাখতে, রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট কমানোর সিদ্ধান্ত। এতে গোটা ব্যাঙ্কিং ব্যবস্থা একটু নিশ্বাস নেওয়ার অবকাশ পাবে এই যুদ্ধ কালীন পরিস্থিতিতে। সাধারণের আতঙ্কিত হওয়ার কারণ নেই, সমস্ত বেসরকারি সংস্থায় জনসাধারণএর টাকা সুরক্ষিত থাকবে। করোনার জেরে সারা বিশ্বের অর্থনীতি প্রায় থেমে গেছে। যার ফলে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিক সংস্থা গুলি। আজ শক্তিকান্ত দাস এও ঘোষণা করেন, ব্যাঙ্ক ও আর্থিক সংস্থাগুলিকে আগামী ৩ মাসের জন্য মোরেটোরিয়াম বা পুনরুজ্জীবন প্যাকেজ দেওয়া হবে। প্রসঙ্গত, জনসাধারণের জন্যেও দেওয়া হবে বেশ কিছু ছাড়। আগামী ৩ মাস কোনো রকম ঋণের মাসিক কিস্তি অথবা ইএমআই আপাতত দিতে হবেনা। একেবারে মুকুব না হলেও এই স্থগিতাদেশে উপকৃত হবেন লক্ষাধিক মানুষ। গ্রামীণ ব্যাঙ্ক, ক্ষুদ্র আর্থিক সংস্থা, সমবায় ব্যাঙ্ক ও অন্যান্য সমস্ত আর্তিক সংস্থাকে সব ধরণএর ঋণের ওপর মোরেটোরিয়াম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।