
নিউজটাইম ওয়েবডেস্ক : শুক্রবার সাংবাদিক বৈঠকে বিভিন্ন মেয়াদি ঋণের ক্ষেত্রে ইএমআই শিথিলের কথা ঘোষনা করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। বাণিজ্যিক ঋণ সহ সমস্ত রকমের ঋণের ক্ষেত্রেই আগামী ৩ মাস কোন ইএমআই দিতে হবেনা বলে জানিয়ে দিলেন আরবিআই গর্ভনর শক্তিকান্ত দাস।
করোনার জেরে দেশ চলছে লকডাউন। যার প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। সংকটে দেশের অর্থনীতিও। এহেন পরিস্থিতিতে দেশের অর্থনীতিতে চাঙ্গা করতে নেটারি পলিসি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ব্যপক হারে রেপো রেট কমালো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই ঘোষনা অনুযায়ী, রেপো রোট কমানো হল ৭৫ বেসিস পয়েন্ট বা .৭৫%। যার ফলে ৫.১৫ থেকে রেপো রেট কমে হল ৪.৪ শতাংশ। একইসাথে এদিন ব্যাঙ্ক-সহ দেশের সমস্ত আর্থিক প্রতিষ্ঠানকে তিন মাসের মোরেটরিয়াম ঘোষণার অনুমতি দেওয়া হচ্ছে বলেও জানান রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। যার জেরে আগামী তিন মাস সমস্ত ব্যাঙ্কে সব ধরনের ঋনের কিস্তি বা ইএমআই মুকুব করা হবে। এর ফলে ঘরে বসে থাকা কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন। এ প্রসঙ্গে রিজার্ভ ব্য়াঙ্ক একটি বিবৃতিতে জানিয়েছে, ২০২০ সালের১ মার্চ থেকে সব বাণিজ্যিক ব্যাংক (গ্রামীণ ব্যাংক, এইচবি সহ) কো অপারেটিভ ব্যাংক, সর্বভারতীয় আর্থিক প্রতিষ্ঠান এবং এনবিএফসি ( হাউসিং ফিনান্স কোম্পানি এবং মাইক্রো ফিনান্স সংস্থা)-কে অনুমোদন দেওয়া হয়েছে সমস্ত ঋণের অর্থ পরিশোধের ক্ষেত্রে মাসিক কিস্তিতে আগামী তিন মাসের মোরাটোরিয়াম।