
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাসের কড়াল গ্রাসে গোটা বিশ্ব আজ গৃহবন্দি। বাদ পড়েনি ভারত ও। বৃহস্পতিবার নয়াবাদের এক ৬৬ বছরের বৃদ্ধের দেহে পাওয়া গেল করোনাভাইরাসের নমুনা। বুধবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯। এদিনের ঘটনায় সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০।পাশাপাশি এই মারণভাইরাস করোনায় ক্রমশই বেড়ে চলেছে রাজ্যে আক্রান্তের সংখ্যা। এবার বন্ধ করা হল টিকিট বিক্রিও। বুধবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানাল রেল।
লকডাউনে রাজ্যের পরিস্থিতি ঠিক রাখতে রেশন এবং প্রয়োজনীয় দ্রব্যের দোকান ৪ ঘন্টা খোলা রাখার কথা বুধবার জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী রেশন দোকান ঠিকমতো চলার দিকে নজর দিতে বলেন। দরকার হলে একমাসের চাল একবারে দিয়ে দেওয়া হবে। তাহলে বারবার আসতে হবে না। যাঁরা বাজারে যাবেন তাদের সামাজিক দূরত্ব বজায় রাখার আর্জি জানান তিনি। পাশাপাশি মমতা বলেন, ”সবজিওয়ালা, মুটেদের আটকানো যাবে না। কৃষকদের মাঠে কাজ করতে দিতে হবে। সরকারি নির্দেশিকা না মানলে প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে”। প্রসঙ্গত, দেশে করোনার সংখ্যা বাড়ছে প্রতিদিন। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৯। বুধবার বারাণসীতে এক ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলেন। এছাড়া ও ২১দিনে এই মহামারি জয় করার বিষয়ে আশাবাদী তিনিষ তা ও জানান।