
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে সারা দেশ জিড়ে ঘোষিত হয়েছে লকডাউন। আর এই লকডাউনের কারণএ সবথেকে অসুবিধের মুখে পড়েছেন রাস্তায় থাকা বা বিভইন্ন বস্তিতে থাকা একেবারে হত দরীদ্র মানুষগুলি। আর এদের জন্যেই নজীরবিহীন উদ্যোগ নিলেন পাঞ্জাব পুলিশ। মঙ্গলবার প্রায় সারাদিন সারা রাজ্যে পাঞ্জাব পুলিশের দল এই দরীদ্র মানুষগুলিকে দিলেন খাবার, দুধ, শুকনো খাবার ও নিত্য প্রয়োজনীয় জিনিস।
তাঁরা বলেন, বেশিরভাগ মানুষ যাঁরা ঘরবন্দী তাঁরা অনলাইনে খাবার বা অন প্রয়োজনীয় জিনিস অডার করে দিচ্ছেন। কিন্তু এঁরা যাঁরা একেবারে প্রান্তিক মানুষগুলি কোথাও বেরোতে পারছেন না বাড়ি থেকে আর এরা অডরআর দিতে পারবেন না কোথাও। তাই আমাদের এই উদ্যোগ, যাতে এই অবস্থায় কেউ অভুক্ত না থাকে। পুলিশের এই উদ্যোগে খুশি স্থানীয়রা। তাঁরা বলেন পুলিশদের অনেক ধন্যবাদ, তাঁদের জন্য আজকে আমরা খাদ্যদ্ব্য পেলাম। গত ৩ দিন ধরে আমরা আটকে নিজের বাড়িতে। এখনকার জন্য এঁরা যা দিয়েছেন তা আমাদের জন্য আপাতত যথেষ্ঠ। করোনা প্রতিরোধে সারা দেশ জুড়ে ২১ দিনের লকডাউন চলছে। রাস্তায় বেরোনো কার্যত বন্ধ দেশ বাসীর। এই ২১ দিন রেল ও আকাশপথ একেবারে বন্ধ। এই লকডাউন জারি হয় মঙ্গলবার মধ্যরাত থেকে।