
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে যখন আতঙ্কে ঘরবন্দি দেশবাসী তখনও নিজের জীবনের তোয়াক্কা না করে রাতদিন এই মারণ ভাইরাসের আপডেট দিতে ব্যস্ত তাঁরা। কিন্তু এবার করোনার করাল গ্রাস থেকে বাদ পড়লেননা সেই সাংবাদিকেরাও। বুধবার ভোপালের এক সাংবাদিকের শরারে মিলল করোনার সংক্রমণ।
জানা গিয়েছে, ওই সাংবাদিকের পাশাপাশি তাঁর মেয়ের শরীরেও মিলেছে এই ভাইরাসের সংক্রমণ। গত সপ্তাহে সদ্য প্রাক্তন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন তিনি। সেখানে তাঁর সংস্পর্শে যাঁরা যাঁরা এসেছিলেন ইতিমধ্য়েই তাঁদের সকলকে খুঁজে বের করা করার চেষ্টা চালানো হচ্ছে। এবং একইসাথে তাঁদের কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে৷ ফলে মধ্যপ্রদেশের করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫। সুত্রের খবর, আগেই ওই সাংবাদিকের মেয়ের শরীরে কোভিড-১৯ পজেটিভ ছিল। এরপর বাবারও শরীরে করোনার বেশ কিছু উপসর্গ দেখে টেস্ট করানো হয়। প্রথম রিপোর্ট পজেটিভ আসার পর করানো হয় দ্বিতায় টেস্ট। বুধবার সেই রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যায়, ভোপালের ওই সাংবাদিক করোনা আক্রান্ত। এইমস-এর ওই সাংবাদিকের বয়স ৫৫ বছর বলে জানা গিয়েছে। ভোপালে প্রথম করোনায় আক্রান্ত হন ওই সাংবাদিক কন্যা। জানা গিয়েছে, তিনি ১৭ মার্চ ইংল্যান্ড থেকে ফিরেছিলেন। এবার সেখানে আক্রান্তের তালিকায় দ্বিতীয় ব্যক্তি হিসাবে নাম লেখালেন তাঁর সাংবাদিক বাবা।