
নিউজটাইম ওয়েবডেস্ক : বৃটেনে আটকে আরও ৫ জন ভারতীয়। এই ৫ ভারতীয় চিলি থেকে লন়্ন হয়ে ফিরছিলেন হায়দ্রাবাদে। বর্তমানে তাঁরা আটকে আছেন ইউনাইটেড কিঙ্গডমে, বৃটিশ সরকারের কাছে এঁরা ভিসার মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছেন। এর সাথে সাথে তাঁরা ভারতীয় সরকারের কাছে তাঁদের ফেরার ব্যবস্থা করারও আর্জি জানান। তাঁরা এয়ারলাইনস গুলিকে তাঁরা বার বার অনুরেধ করায় তাঁদেরকে বিমান সমস্থাগুলির তরফ থেকে তাঁদের ফিরিয়ে নিয়ে আসার অপারগতা সম্পর্কে লিখিত ভাবে জানান। এই লিখিত বক্তব্যই বৃটিশ সরকারের কাছে এই ৫ ভারতীয় পেশ করেন তাঁদের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আর্জি করেন।
এই ৫ ভারতীয় জানান, তাঁদের অবস্থার কথা জানালে ইউকে সরকার তাঁদের দেশে ঢুকতে দেন এবং তাঁদের ২৪ ঘন্টার ভিসা দেন। কিন্তু ২৪ ঘন্টা কেচে যাওয়ার পরেও তাঁরা এখনও ফেরার ব্যবস্থা করতে পারেননু। তাতে বেড়েছে চিন্তা। বৃটিশ সরকারের কাছে তাঁরা এই ২৪ ঘন্টার ভিসার মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছেন। এছাড়া তাঁরা ভারতের বিদেশ মন্ত্রকের কাছেও একটি এসওএস ইমেইল পাঠিয়েছেন সাহায্য চেয়ে। চিলির স্যান্টিয়াগো শহর থেকে এই ৫ জনের বৃটিশ এয়ার ওয়েজএর ১৯ শে মার্চের একটি বিমানে ফেরার কথা ছিল, যা বাতিল হয়ে যায়। এরপরও তাঁরা লন্ডনের হিথরো এয়ারপোর্টে অপেক্ষা করার পরও পাননি কোনো বিমান। ততক্ষণে বাতিল হয়ে গেছিল প্রায় সমস্ত ভারত অভিমুখি বিমান।এরপরই তাঁরা ভিসার অনুমোদনের আর্জি জানান, এ বিষয়ে তাঁরা বলেন বিদেশের মাটিতে বিনা অনুমতিতে থাকার কোনো প্রশ্নই ওঠেনা। এই ৫ জন ভারতীয়, বিএশ মন্ত্রকের কাছে তাঁদের ফিরিয়ে আনার আর্জি জানায়। যার কারণ হিসেবে তাঁরা বলেন বিদেশে অনির্দিষ্ট কালর জন্য থাকার মত অর্থ তাঁদের কাছে নেই। এঁদের মধ্যে দুজনের কাছে বৃটিশ ভিসা থাকলেও তাঁরাও সে দেশে থেকে যাওয়ার মত অবস্থায় নেই।