
নিউজটাইম ওয়েবডেস্ক : প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ডাকে রবিবার দেশজুড়ে চলছে জনতা কার্ফু। সকাল থেকেই স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ ঘরে আছেন করোনাভাইরাসের সংক্রমণ আটকানোর জন্য। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কলকাতা থেকে দিল্লি, দেশ আজ এক করোনার থাবাকে রোখার জন্য। অন্যদিকে করোনার থাবায় আরেকজন মারা গেলেন দেশে। মৃতের সংখ্যা বেড়ে হল পাঁচ ।
ওদিকে পাল্লা দিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, দেশে ৩৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত। এরমধ্যে ছয়জন মারা গিয়েছেন। একদিনে ২জনের মৃত্যু হয়েছে । দ্বিতীয় ব্যাক্তি বিহারের মুঙ্গেরের বাসিন্দা । সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। ২ জন মৃত সহ ৬৩জন অসুস্থ। অন্যদিকে কেরালায় অসুস্থ ৫২। দিল্লিতে ২৭, উত্তরপ্রদেশে ২৫। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা চার। মুম্বইয়ে ৬৩ বছরের ব্যক্তি ১৯ তারিখ করোনাভাইরাসে আক্রান্ত হন। রবিবার সকালে মারা যান তিনি। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাই ব্লাড প্রেসার ছাড়াও তাঁর ডায়বেটিস ও হার্টের সমস্যা ছিল। রাজস্থান, ওড়িষ্যা সহ বেশ কিছু রাজ্য কার্যত লকডাউনে চলে গিয়েছে। বর্ডার সিল করে দিয়েছে অনেক রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে আর্জি জানিয়েছেন যে আপাতত কোনও ট্রেন রাজ্যে না পাঠাতে। রাজ্যে ৩১ মার্চ অবধি বন্ধ সমস্ত জমায়েতের স্থান।