
নিউজটাইম ওয়েবডেস্ক : বিদেশ থেকে করোনা লুকিয়ে পার্টি কণিকা কাপুরের সঙ্গীতশিল্পীর এই কার্যকলাপে ক্ষুব্ধ প্রশাসন । তাঁর বিরুদ্ধে করা হল এউ আই আর ।
লখনউয়ের একটি অনুষ্ঠানে যোগ দান করেন তিনি। একটি মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ে যেখানে ভয়ে কাঁটা গোটা বিশ্ব সেখানে এই সংক্রমণ নিয়ে অনুষ্ঠানে যোগ দেওয়ায় গায়িকার দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠেছে । এফআইআর দায়ের করেছে উত্তরপ্রদেশের সরোজিনী নগর থানার পুলিশ। সামান্য উপসর্গ দেখা গেলে ও টেস্ট করানোর পরামর্শ দেওয়া হয়েছে গোটা দেশে । সেখানে গায়িকার এরূপ দায়িত্ববোধহীন আচরণে ক্ষুব্ধ গোটা দেশ । ফলে তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ২৬৯, ২৭০ ও ১৮৮ ধারায় মামলা রুজু করেছে উত্তরপ্রদেশের সরোজিনী নগর থানার পুলিশ। পুলিশের কাছে কণিকা কপুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন লখনউয়ের এক স্বাস্থ্য আধিকারিক। জানা যায়, কণিকা কপুরের এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে ও তাঁর সাংসদ পুত্র দুষ্মন্ত সিং। তাঁর আক্রান্ত হওয়ার খবর পেয়ে নিজেদের সেল্ফ কোয়ারেন্টাইনে রেখেছেন।