
নিউজটাইম ওয়েবডেস্ক : মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ শুক্রবার তাঁর ইস্তফা পত্র দাখিল করেন অধ্যক্ষ লালজি টন্ডনের কাছে। এই পদত্যাগ পত্র দেওয়ার সময় তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ধিরে ধিরে গণতন্ত্রের ভীত নষ্ট হচ্ছে দেশে। এর সঙ্গে মহারাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে যুক্ত হচ্ছে এক নতুন অধ্যায়। শুক্রবার সকালে পরুষদিও দলের বৈঠকের পর সংবাদমাধ্যমের কাছে তাঁর পদত্যাগের কথা ঘোষণা করেন।
তিনি বলেন গত একমাসে মধ্যপ্রদেশের রাজনৈতিক মানচিত্রে যে ঘটনা ঘটেছে তা দেশের গণতান্ত্রিক মুল্য বোধের ঠিক কতটা অবক্ষয় হয়েছে তা একেবারে পরিস্কার। বিজেপিকে কটাক্ষ করে বলেন, বারংবার মধ্যপ্রদেশের সরকারে গোল বাধাবার চেষ্টা করেছে এই দল। আমি ও আমার পার্টি রাজ্যকে গত ১৫ মাসে একটি নতুন জায়গায় নিয়ে আসতে চেষ্টা করেছিলাম তবে শেষ রক্ষা হলনা। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও তার অনুগামি ২২ জন বিধায়ক গত ১১ই মার্চ বিজেপিতে যোগ দেন। এরপরই সংকট দেখা দেয় মধ্যপ্রদেশ সরকারে। ১৪ই মার্চ সোমবার আস্থা ভওটের নির্দেশ দেন রাজ্যপাল কিন্তু করোনার জেরে তা পিছিয়ে যায়। এই নিয়ে আদালতে যান বিজেপি। রাজনিতির ফাঁকফোঁকর দেখে আস্থা ভোট পেছতে চায় কংগ্রেস বলে অভিযেগ করে বিজেপি।