
নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতে করোনাভাইরাস সংক্রমণের মোকাবিলা করতে জাতির উদ্দেশে ভাষণে ‘জনতা কার্ফিউ’-বাস্তবায়িত করার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
করোনাভাইরাসের জেরে কার্যত থমকে গেছে গোটা দেশ । কোভিড-১৯ সংক্রমণ এড়াতে বৃহস্পতিবার দেশবাসীর সহযোগিতা চেয়ে আবেদন জানালেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশ্বের বহু দেশে ইতিমধ্যে ভয়ংকর রূপ নিয়েছে করোনাভাইরাস সংক্রমণ। এই মহামারি থেকে রক্ষা পাওয়ার ওষুধ এখনও পর্যন্ত আবিষ্কার করতে পারেনি বিজ্ঞান। তাই এই সংকটে সতর্কতা জরুরি। এই মহামারী থেকে রক্ষা পাওয়ার এক গুরুত্বপূর্ণ উপায় ব্যক্ত করেন। তিনি জনতা কার্ফু জারি করার জন্য সকল নাগরিক কে আবেদন জানান । তিনি আরও বলেন, ‘বর্তমান প্রজন্ম হয়তো এমন সংকটের অভিজ্ঞতা লাভ করেননি। আমি যখন ছোট ছিলাম, তখন যুদ্ধকালে দেশজুড়ে সতর্কতা জারি হত। নিরাপত্তার স্বার্থে কারফিউ জারি করা হত। বাড়ির জানলার কাঁচ কাগজে ঢেকে রাখা হত। চৌকিদাররা সতর্ক থাকতেন। এখন ঠিক সেই পরিস্থিতি উপস্থিত।’ জাতির উদ্দেশে নমোর আবেদন, ‘২২ মার্চ, রবিবার একান্ত প্রয়োজন না হলে সকাল ৭টা থেকে রাত ৯টার মধ্যে বাড়ির বাইরে বেরোবেন না। পারলে সব কাজ বাড়িতে বসেই করুন। যাঁরা সরকারি কর্মচারী, সংবাদমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি বা স্বাস্থ্য কর্মী, তাঁদের বাইরে বেরোতে হতে পারে। কিন্তু বাকিদের প্রতি আমার আর্জি, দয়া করে বাড়ির বাইরে বেরোবেন না। বিশেষ করে যাঁরা ৬০-৬৫ বছরের বেশি বয়স্ক, তাঁরা বাড়ির বাইরে দয়া করে বেরোবেন না।’ তিনি বলেন, দেশ প্রভূত সংকটে থাকলে ও তাঁর বিশ্বাস ভবিষ্যতে সবাই কাঁধেকাঁধ মিলিয়ে চললে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে।