
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাসের জেরে জেরবার গোটা দেশ । চারিদিকে চলেছে তুমুল সর্তকতা । এই পরিস্থিতিতে একসঙ্গে তোলা যাবে ছ’মাসের রেশন। করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে বুধবার এই ঘোষণা করলেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ান।
চিন বা ইতালির মতো শহর বন্ধ করে দেওয়া হতে পারে বলেও একটি মহলে আশঙ্কা তৈরি হয়েছে। সেজন্য আগেভাগে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও সঞ্চয় করে রাখছেন অনেকে। এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, একসঙ্গে ছ’মাস অর্থাৎ মাথাপিছু ৩০ কেজি রেশনের শস্য তোলা যাবে। এর ফলে দেশের ৭৫ কোটি পরিবার উপকৃত হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। সংবাদসংস্থা পিটিআইকে মন্ত্রী জানান, ইতিমধ্যে কয়েকটি রাজ্য একসঙ্গে দু’মাসের রেশন তোলার অনুমতি দিয়েছে। মন্ত্রী বলেন, তাদের কাছে পর্যাপ্ত খাদ্যশস্য রয়েছে। রাজ্য সরকার ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিতে দরিদ্রদের একসঙ্গে ছ’মাসের রেশন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে কেন্দ্রের খাদ্যশস্য ভাণ্ডার উপচে পড়ছে। সঙ্গে কয়েকদিনের মধ্যে শুরু হবে গম চাষ। ফলে আরও বাড়বে কেন্দ্রের ভাঁড়ার। তবে এই ঘোষণার জেরে রেশন তোলার জন্য যাতে দোকানে ভিড় সৃষ্টি না হয় বা বড় জমায়েত না হয় সেদিকেও নজর রাখা হবে।