
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে, থমকে যাবে বৃদ্ধির হার , যার প্রভাব পড়বে দেশে-জানালেন আর বি আই গর্ভনর। আর্থিক পরিস্থিতি মোকাবিলায়, সুদের হার কমানো পথে এগোচ্ছেন না আরবিআই ৷ বিকল্প পদ্ধতি দিয়ে মোকাবিলা করা হবে৷ সোমবার রিজার্ভ রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাশ এমনটাই জানিয়েছেন৷
শক্তিকান্ত দাশ জানান, রিজার্ভ ব্যাংকের প্রতিক্রিয়াগুলি শক্তির পরিমাপ করেছে এবং নিশ্চিত হয়েছে যে যেমনই সিদ্ধান্তই রিজার্ভ ব্যাংক নিক না কেন তাতে সর্বোত্তম প্রভাব পড়বে বলে মনে করেন তিনি। এদিকে পরিস্থিতি সামাল দিতে এখন বহু উন্নত দেশ সুদের হার কমানো পথে হাঁটলেও তিনি এই বিষয়ে উল্টো পথোই হাঁটলেন। প্রসঙ্গত, গত ১৫মার্চ এইএস ফেডারেল ব্যাংক সুদের হার কমিয়ে প্রায় শূণ্যের কাছাকাছি নিয়ে গিয়েছেন যাতে করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাব মার্কিন অর্থনীতিতে আটকানো যায়৷ তাছাডা় ইউএস ফেড ৭০০বিলিয়ন ডলারের ট্রেজারি বন্ড এবং জামিনে থাকা সিকিউরিটিস৷