
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার ত্রাসে ত্রস্ত গোটা দেশ । এরপর ও করোনাভাইরাসে আক্রান্ত বিভিন্ন দেশ থেকে ফিরে কোনও সতর্কতা না নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন কিছু মানুষ। করোনা সন্দেহে হাসপাতালে ভরতি থাকা অবস্থায় পালিয়েছেন ও বহু।
গত কয়েকদিন ধরে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এরকম একাধিক খবর মিলছে। তার জেরে সংক্রমণের আশঙ্কা আরও বাড়ছে। প্রশাসনের তরফে বারবার সচেতন করা হলেও অনেকেই তা মানছেন না। যা উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের। সচেতনতা বাড়াতে তাই সোমবার নিজেই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।