
নিউজটাইম ওয়েবডেস্ক : দীর্ঘ দিন পরে, ভারতে করোনোভাইরাস ভয়াবহতার মধ্যে একটি সুসংবাদ এসেছে। ভারতবর্ষ এখনও অবধি কোভিড -১৯ এ সংক্রামিত ১০ জন রোগীকে সফলভাবে নিরাময় করতে সক্ষম হয়েছে।
ভাইরাল রোগে আক্রান্ত বাক্তির সংখ্যা মোট ৮৪-তে পৌঁছেছে, শনিবার আরও সাত জন এই রোগ থেকে নিরাময় পেয়েছেন ,তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়আ হয় ।সূত্রমতে, ভারতে আরোগ্য প্রাপ্ত রোগীর সংখ্যা এখন ১০ টি। কোভিড -১৯-তে সম্প্রতি নিরাময় হওয়া সাতটি মামলার মধ্যে পাঁচটি উত্তরপ্রদেশের ।আগের মাসে কেরল থেকে তিনটি সংক্রমণের ঘটনা নেগেটিভ বলে ঘোষণা করা হয়েছিল এবং তাদের হাসপাতাল থেকে ছাড় দেওয়া হয়েছিল। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই খবর নিশ্চিত করেছেন: প্রোটোকল অনুসারে, পজিটিভ রিপোর্ট আসা কোনো রোগীকে নির্দিষ্ট সময়ের জন্য হাসপাতালে পর্যবেক্ষণে থাকবে । কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি যাচাই করার জন্য ১৪ দিনের মধ্যে বারংবার পরীক্ষাগুলি করা হয় । যদি এটির ফল নেগেটিভ আসে তবে ২৪ ঘন্টার ব্যবধানের মধ্যে আরেকটি পরীক্ষা করাতে হবে এবং যদি ফলাফলটি তখন ও নেগেটিভ আসে সেক্ষেত্রে রোগীকে রোগমুক্ত বলে ঘোষণা করা হয় ।