
নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে করোনা সংক্রমণ এড়াতে কোন ভূমিকা পালন করছেনা কেন্দ্র সরকার। এদিন ট্যুইট করে মোদি সরকারকে আক্রমণ শানালেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।
এদিন ট্যুইট করে রাহুল গান্ধী লেখেন, কেন্দ্রীয় সরকারকে এই করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বারবার করোনা নিয়ে সরকারকে কঠোর কোন পদক্ষেপ নেওয়ার কথা জানাচ্ছি। কিন্তু সরকারের কোন সক্রিয় ভূমিকা এখনও লক্ষ্য করা যায়নি। ”করোনা ভাইরাসের মোকাবিলায় কেন্দ্রীয় সরকারকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বারবার সরকারকে গোটা বিশ্বের মারণ এই ভাইরাসের পরিস্থিতির বর্ণনা দিয়ে আরও কঠোর কোনও সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে আসছি। তবুও বিষয়টি নিয়ে সরকারের কোনও অতিসক্রিয় ভূমিকা লক্ষ্য করা যায়নি।” এখানেই শেষ না করে তিনি আরও বলেন, “বর্তমানে সমগ্র বিশ্ব তথা ভারতের কাছে করোনা ভাইরাস প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই প্রাণঘাতী ভাইরাসের জেরে শেয়ারবাজার থেকে শুরু করে দেশের অর্থনীতিতে ব্যপক ভাবে ধস নেমেছে। করোনা মোকাবিলায় মোদী সরকার যদি এখনও কোন সক্রিয় ভূমিকা না নেয় তাহলে আগামী দিনে দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হবে। আর তা আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলবে।” উল্লেখ্য, এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪ জন। তাঁদের মধ্যে করোনা সংক্রমণে মৃত্যুও হয়েছে কর্নাটকের ৭৬ বছরের এক বৃদ্ধের। বিশ্বের ১০৭টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রাণ হারিয়েছেন ৫ হাজারের মতে মানুষ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ১.২৫ লক্ষ। বুধবারই করোনাভাইরাসকে ‘বিশ্বব্যাপী মহামারী’র তকা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মধ্যে করোনার সংক্রমণ নিয়ে মোদী সরকারকে খোঁচা মারলেন রাহুল গান্ধি।