
নিউজটাইম ওয়েবডেস্ক : নির্যাতিতার বাবাকে খুনের দায়ে ১০ বছরের জেল হল উন্নাও ধর্ষণকাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের । সেঙ্গার ছাড়াও একই শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে এই মামলায় অভিযুক্ত কুলদীপের ভাই ও দুই পুলিশ কর্মীকেও।
ধর্ষণকাণ্ডে এর আগেই দোষী সাব্যস্ত করা হয়েছিল বহিষ্কৃত বিজেপি নেতা সেঙ্গার-সহ ছয় জনকে। তার শাস্তিস্বরূপ কুলদীপ সেঙ্গারকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় আদালত। গত বছরের ডিসেম্বর মাসে তাঁকে ওই সাজা দেওয়া হয়। শুক্রবার রায় ঘোষণার সময় জেলা বিচারক ধর্মেশ শর্মা জানান এই ঘটনায় আইনের শাসন যে ভেঙে পড়েছিল, সেটা কোনো ভাবেই অস্বীকার করা যায় না। জনপ্রতিনিধি ও সরকারি কর্মী হওয়ায় সেঙ্গার, অশোক ভাদাউরিয়া ও কে পি সিংয়ের আইনের শাসন রক্ষা করাই কর্তব্য। বিচারক শর্মা জানান, ‘সিদ্ধান্ত নেওয়া আমাদের পক্ষে কঠিন। অপরাধ যখন করেছিলেন তখন আপনার স্ত্রী ও বাচ্চাদের কথা ভাবা উচিত ছিল।’ কারাবাসের পাশাপাশি সেঙ্গার ও তার ভাই অতুল সিংকে ১০ লক্ষ টাকা করে জরিমানাও করেছে আদালত।