
নিউজটাইম ওয়েবডেস্ক : গুগলে কর্মরত এক কর্মীর শরীরে ধরা পড়ল করোনাভাইরাস। ঘটনাটি ঘটে বেঙ্গালুরুতে ।
শুক্রবার এই খবর গুগলের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে। আক্রান্তের সহকর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু জানিয়েছেন, আক্রান্ত ২৬ বছরের যুবক সম্প্রতি গ্রিস থেকে ফিরেছিলেন। তাঁকে বেঙ্গালুরুর হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।গ্লোবাল সফটওয়্যার জায়েন্ট বিবৃতি দিয়ে জানিয়েছে, তাদের বেঙ্গালুরু অফিসের এক কর্মীর কোভিড-১৯ হয়েছে, এই খবর নিশ্চিত করেছেন তারা। তাঁকে কোয়ারেনটাইনে রাখা হয়েছে। অফিসের অনেক কর্মীই আক্রান্ত যুবকের সংস্পর্শে এসেছেন। ফলে রোগটি যাতে ছড়িয়ে পড়তে না-পারে সে জন্য অন্যান্য কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। গুগলের তরফে জানানো হয়েছে, আগাম সতর্কতা নিতে তারা বেঙ্গালুরু অফিসের সব কর্মীকে শুক্রবার থেকে ওয়ার্ক ফ্রম হোম করতে নির্দেশ দিয়েছেন।