নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাসের জেরে বিদেশ সফর বাতিল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার জানিয়ে দিলেন, তাঁর সরকারের কোনও মন্ত্রী বিদেশে যাবেন না। তিনি তাঁর ব্রাসেলস সফর বাতিল করেন।
চিনে করোনার প্রাদুর্ভাব কিছুটা কমলেও দেশের বাইরে বিভিন্ন স্থানে ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান-সহ বিভিন্ন দেশে মারণ ভাইরাসের দাপট ক্রমশ বাড়ছে। ভারতেও আক্রান্তের সংখ্যা ৭৩ ছুঁয়েছে। ফলে ক্রমশ আতঙ্ক বাড়ছে। কিন্তু সেই আতঙ্ক কাটাতে আবারও অনুরোধ করেন মোদী।
এদিন তিনি টুইটে লেখেন, নোভেল করোনাভাইরাসের কারণে যে পরিস্থিতি উদ্ভূত হয়েছে, তার উপর কড়া নজর রাখছে সরকার। সব মন্ত্রক ও রাজ্যে প্রত্যেকের সুরক্ষার জন্য একাধিক পদক্ষেপ করা হচ্ছে। ভিসা বাতিল থেকে শুরু হয়ে স্বাস্থ্য পরিষেবা বাড়ানোর মতো বিস্তীর্ণ ক্ষেত্রে সেই পদক্ষেপ করা হয়েছে। আতঙ্ক না করে সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন তিনি।
এদিকে, ভারতে যে ৭৩ জন করোনায় আক্রান্ত তাঁদের অধিকাংশই বিদেশে গিয়েছিলেন বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আর বাকিরা আক্রান্তদের সংস্পর্শ থেকে সংক্রামিত হয়েছেন। তাই ইতিমধ্যে ভারতীয়দের বিদেশ করতে না করে দিয়েছে কেন্দ্র। বিশেষ ক্ষেত্র ছাড়া আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সমস্ত ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। শুধু আমজনতা নয়, মন্ত্রীরাও বিদেশ সফরে যাবেন না বলে জানান মোদী।