
নিউজটাইম ওয়েবডেস্ক : এবার করোনার করাল গ্রাস মহারাষ্ট্রের পুনেতে। দুবাই থেকে আগত ৪০ জনের মধ্যে ইতিমধ্যে ৫ জন করোনা টেস্টে পজিটিভ বেরিয়েছেন বলে জানান রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী রাজেশ তোপে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে একটি বৈঠকে বসবেন। এখানেই নির্ধারিত হবে পরবর্তিকালে মহারাষ্ট্রের স্কুলগুলি চালু থাকবে কিনা, এমনকি এই মারণ ভাইরাসের সংক্রমন রুখতে আইপিএল এর ম্যাচও স্থগিত হতে পারে অনির্দিষ্ট কালের জন্য।
এদিন সংবাদমাধ্যমকে স্বাস্থ্য মন্ত্রী তোপে জানান, ৫ জন ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসা সমস্ত মানুষকে আইসোলেশনে রাখা হচ্ছে, তাদের মধ্যে উপসর্গ দেখা যাচ্ছে কিনা। আমরা সমস্ত হাসপাতালে প্রতিরোধক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া চিকিৎসা কর্মিদের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে তা বাড়ানোও হবে।