
নিউজটাইম ওয়েবডেস্ক : ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এই মারণরোগের সূচনাস্থল চিন হলেও বর্তমানে ইটালি ও ইরানে থাবা বসিয়েছে এই ভইরাস। আর এই তেহেরান সহ ইরানের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন বহু ভারতীয়। মঙ্গলবার সেই আটকে পড়া ভারতীয়দের মধ্যে মোট ৫৮ জনকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে।
প্রায় ২০০০-এর বেশি ভারতীয় ইরানে বসবাস করেন। আর সেদেশে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়তেই একপ্রকার আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা। ইরানে করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজারেরও বেশি। মৃত্যু হয়েছে প্রায় ২৩৭ জনের। ইরানে করোনা ভাইরাস এইভাবে মহামারীর আকার ধারন করায় সেদেশে বসবাসকারী ভারতীয়রা সোশ্যাল মিডিয়ায় তাঁদের উদ্ধারের জন্য আবেদন জানিয়েছেন নয়াদিল্লির কাছে। এরপরেই ভারতীয়দের উদ্ধারের জন্য বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার বিমানটি সোমবার তেহরানে পাঠানো হয়। এদিন রাত ৮টায় তেহেরানের উদ্দেশ্যে রওনা দেয় এই বিমানটি। এরপরেই মঙ্গলবার সকালে প্রথম দফায় গাজিয়াবাদের হিন্দন বায়ুসেনা ঘাঁটিতে ৫৮ জন ভারতীয় নাগরিককে নিয়ে অবতরণ করে বিমানটি। উল্লেখ্য, এই সি-১৭ গ্লোবমাস্টার বিমানটি করেই উহান থেকে ৭৬ জন ভারতীয়কে উদ্ধার করে আনা হয় ২৭ ফেব্রুয়ারি। তবে শুধু ভারতীয় নয় ৩৬ জন বিদেশিকেও সেখান থেকে উদ্ধার করে এই বিমানটি। পাশাপাশি এই ব্মানে করে চিনে পাঠানো হয়েছে প্রচুর পরিমান চিকিৎসার সরঞ্জামও। তবে একটি সংবাদমাধ্যম সুত্রে জানা গিয়েছে, প্রায় ৩০০ জন ভারতায় চিনের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন। তাঁদের মধ্যে যাদের জ্বর ও সর্দি-কাশির উপসর্গ দেখা দিয়েছে, তাঁদের আলাদাভাবে চিকিৎসা চলছে।