
নিউজটাইম ওয়েবডেস্ক : খনিজ তেল বাণিজ্যের রেশারেশির ফলে বড়সড় ধাক্কার মুখে ভারতের শেয়ার বাজার। দেশের বৃহত্তম খনিজ তেল উৎপাদন সংস্থা রিলায়্যান্স ইন্ডাস্ট্রির নজিরবিহীন পতন। গত এক দশকের মধ্যে এই প্রথম এক ধাক্কায় পতন হল ১৩.৬৫ শতাংশ। একইসাথে ১৩ শতাংশ শেয়ার দর পড়েছে রাষ্ট্রয়াত্ত তেল সংস্থা ওএনজিসিরও।
বর্তমানে করোনা আতঙ্কে ভুগছে গোটা দেশ। সারা বিশ্বই বাণিজ্যিক ও অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। য়ার প্রভাব পড়েছে তেল আমদানির ক্ষেত্রেও। বাজারে চাহিদা কমায় অশোধিত তেলের দর অনেকটাই কমে যায়। তাই বাজারে তেলের দাম যাতে নিয়ন্ত্রনে থাকে তাই তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয় ওপেক অন্তর্ভুক্ত দেশগুলি। কিন্তু এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে নন-ওপেক দেশগুলি। এই সিদ্ধান্ত নিয়ে আলোচনার জন্য শুক্রবার একটি বৈঠকের ডাক দেওয়া হলেও শেষপর্যন্ত তা আর হয়নি। কিন্তু রাশিয়া চায় যাতে কোন ভাবেই তেলের উৎপাদন না কমানো হয়। কিন্তু রাশিয়ার এই কৌশলে কানিকটা জল ঢেলে তেলের উৎপাদন বৃদ্ধি করতে ও দাম কমাতে চাইছে সৌদি আরবের সরকারি সংস্থা আরামকো। যার ফলে অশোধিত তেলের পতন হচ্ছে।