
নিউজটাইম ওয়েবডেস্ক : আগেই ভারতে সংক্রমিত হয়েছে করোনা ভাইরাসের। কিন্তু দিনের পর দিন এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। শুক্রবার পর্যন্ত যেখানে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৩১, শনিবার তা বেড়ে দাঁড়াল ৩৩-এ।
ভারতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার সাথে সাথেই স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই ভাইরাস মোকাবিলার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্য গুলিকে ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফে সতর্ক করে দেওয়া হয়েছে। এজন্য বিদেশ থেকে ভারতে আসার ক্ষেত্রে যেমন নিষধাজ্ঞা জারি করা হয়েছে ঠিক সেভাবেই ভারত থেকে যাতে কেউ অন্য দেশে যেতে না পারেন সেদিকেও লক্ষ্য রাখা হয়েছে। তবে এরমধ্যে বিদেশ থেকে কেউ এ দেশে আসেন তাহলে তাঁদের মেডিক্যাল স্ক্রিনিং-এর মধ্যে দিয়ে যেতেই হবে বলে সাফ জানিয়ে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। করোনা সংক্রমণ এড়াতে এবং তার মোকাবিলার জন্য ভারতের বিভিন্ন শহরে এর চিকিৎসার জন্য একাধিক সেন্টার খোলা হয়েছে। একইসাথে দেশের বিভিন্ন হাসপাতালে ব্যবস্থা করা হয়েছে আইসোলেশন ওয়ার্ডের।পাশাপাশি দেশের প্রতিটি নাগরিককে সাবধানতা অবলম্বন করে চলার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।