
নিউজটাইম ওয়েবডেস্ক : জাতীয় স্তরে দলকে নতুন ভাবে সাজিয়ে তুলবেন, বিজেপির নতুন সভাপতি জে পি নাড্ডা। দলের সুত্রে খবর আগামী ১০ই মার্চ দোলের পর ঘোষণা করবেন তিনি। এই দল গঠনে পূর্ববর্তি দলের কারা থাকবেন এবং কারা থাকবেন না তা নিয়ে বেশ উৎসাহী রাজনৈতিক মহল।
ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি অমিত শাহের দল গঠনের প্রভাব এই গঠনে থাকে কিনা তাও জানা যাবে এই সিদ্ধান্তে জানা যাবে। প্রথম থেকেই আশঙ্কা করা হচ্ছে প্রাক্তন দলের অনেক গুরুত্বপূর্ণ পদে হতে পারে রদবদল। প্রবীন নেতাদের দায়িত্বে পরিবর্তনের সাথে সাথে দলে যুক্ত হতে পারে নতুন মুখও, এমনটাই বলছেন রাজনৈতিক মহল। বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের ভিত্তিতে বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড, গুজরাট, হিমাচল প্রদেশ ইত্যাদি রাজ্য থেকে নতুন মুখ দলের প্রথম সারির কর্মকান্ডে নিযুক্ত হতে পারেন। দেশের সর্ব বৃহৎ রাজ্য উত্তর প্রদেশে জাতীয় কংগ্রেসের প্রধান তিনটি পদ এখনও শূণ্য। যোগী সরকারে মন্ত্রীত্বের ভার নেওয়ার আগে শ্রীকান্ত শর্মা, এবং সীদ্ধার্থ নাথ সিং উত্তর প্রদেশে অমিত শাহের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন। প্রসঙ্গত, সভাপতি জে পি নাড্ডার ফেব্রুয়ারী মাসের শেষ সপ্তাহে ঘোষণা করার কথা থাকলেও, তাঁর পারিবারিক অনুষ্ঠানে ব্যাস্ত থাকার ফলে তা পেছিয়ে যায়। গত ২০শে জানুয়ারী নাড্ডা জাতীয় দলের সভাপতি পদে আসীন হন।