
নিউজটাইম ওয়েবডেস্ক : আন্তর্জাতিক নারী দিবসে মনুমেন্টগুলিতে মহিলাদের প্রবেশের জন্য এক বিশেষ সিদ্ধান্ত নিল ভারতের সংস্কৃতিমন্ত্রক। এই প্রথমবার নারী দিবসের দিন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়ার আওতাভুক্ত মনুমেন্টগুলিতে মহিলাদের ফ্রিতে প্রবেশ করতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার আন্তর্জাতিক নারী দিবস। সেদিকটির কথা মাথায় রেখে এদিন ভারতের সংস্কৃতি মন্ত্রকের তরফে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, ৮ মার্চ নারী দিবস উপলক্ষে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়ার আওতাভুক্ত মনুমেন্টগুলিতে প্রবেশের জন্য মহিলা দর্শনার্থীদের থেকে কোনও টাকা নেওয়া হবে না। এবিষয়ে সংস্কৃতি মন্ত্রকের মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল বলেন, “শুধুমাত্র নারী দিবস বলেই নয়, আমাদের দেশে আনেক আগে থেকেই নারীরা পূজিত হন। ভারতীয় সংস্কৃতিতে নারীকে ভগবানের রূপ হিসেবে বিবেচনা করা হয়। তাই সংস্কৃতিমন্ত্রকের তরফে নেওয়া এই উদ্যোগ অত্যন্ত ভালো।”