
নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লি হিংসায় আইবি অফিসার খুনের অভিযোগে গ্রেফতার আপ নেতা তাহির হোসেন। বৃহস্পতিবার তাহির হোসেন আত্মসমর্পনের জন্য আবেদন করেন, কিন্তু তা সেই দিনই খারিজ হয়ে যায়। গত ২৪শে ফেব্রুয়ারী থেকে উত্তর পূর্ব দিল্লিতে ছড়িয়ে পড়া হিংসার মধ্যেই চাঁদবাগের একটি নাআ থেকে পাওয়া যায় তার মৃতদেহ।
বৃহস্পতিবার আত্মসমর্পনের জন্য তিনি দিল্লি আদালতে উপস্থিত ছিলেন, কিন্তু তাঁর এই আর্জি খারিজ করে দেয় আদালত। এরপরই দিল্লি পুলিশ তাঁকে গ্রেফতার করে। আপ নেতা তাহির হোসেনের বিরুদ্ধে এই খুনের অভিযোগ আসার সঙ্গে সঙ্গে দল থেকে বহিস্কার করা হয়। তাহিরের বিরুদ্ধে হিংসার পরিস্থিতিতে প্ররোচনা ও গোলমাল বাঁধানোর, এমনকি ভাঙচুরের অভিযোগও আছে। যদিও এই সমস্ত অভিযোগের জন্য আপ নেতা নিজেকে নিরপরাধ বলে দাবি করেছেন। উত্তর পূর্ব দিল্লির হিংসায় নিহত হয় ২৬ বছরের আইবি অফিসার অঙ্কিত শর্মা। চাঁদবাগের একটি নালা থেকে তাঁর দেহ উদ্ধার হয়। তাহির জনতাকে ক্ষেপিয়ে খুনে প্ররেচনা দেয় বলে অভিযোগ করেন অঙ্কিতের পরিবার। এই অভিযোগ সামনে আসার পরই দল থেকে সাসপেন্ড করা হয় তাহিরকে।