
নিউজটাইম ওয়েবডেস্ক :
চিন ছাড়িয়ে বিশ্বে হানা দিয়েছে করোনা। নভেল করোনাভাইরাসের কড়াল গ্রাসে ।এদিকে, দিল্লিতে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে ৩১ শে মার্চ পর্যন্ত সমস্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। দিল্লির উপমুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী মনীশ সিসোদিয়া জানান বাচ্চাদের মধ্যে কোভিড-১৯ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রোধে একটি সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে দিল্লি সরকার আপাতত সমস্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ করার নির্দেশ দিয়েছে।
। এই মুহুর্তে যার আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। কাঁপছে ভারতও। বুধবার ভারত দেখল একদিনে সর্বোচ্চ করোনার আক্রান্তের সংখ্যা। ১৫ জন ইতালীয় পর্যটক-সহ মোট ২৩টি আক্রান্তের ঘটনা ঘটল এই দেশেই। সব মিলিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছুঁলো ৩০। তবে এই ভাইরাস প্রতিরোধ করতে এবার বিদেশি পর্যটকদের কড়া নজরদারীতে রাখার নির্দেশ দিল কেন্দ্র।
এর আগে উহান ফেরত কেরালার তিন ছাত্রের শরীরে করোনার জীবাণু মিলেছিল। বিহার, রাজস্থানেও ভাইরাসের সংক্রমণ সন্দেহে কয়েকজনকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। তবে সেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছিল।
সোমবার নতুন করে দিল্লি ও তেলঙ্গানার দুই বাসিন্দার শরীরে সিওভিডি-১৯-এর সংক্রমণ পজিটিভ ধরা পড়ার পর থেকে আতঙ্ক কয়েকগুণ বেড়েছে।, সোমবারের পর বিশেষ পদক্ষেপ হিসাবে ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া ও জাপানে যাওয়ার ভিসা বাতিল বলে ঘোষণা করেছে কেন্দ্র। ৩-রা মার্চ পর্যন্ত যেসব ভিসা অনুমোদন করা হয়েছিল তা বাতিল করা হয়। ওইসব দেশ থেকে কেউ ভারতে প্রবেশ করতে পারবেন না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।