
নিউজটাইম ওয়েবডেস্ক : এই মুহুর্তে করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। কাঁপছে ভারতও। এখন ও পর্যন্ত বুধবার ভারতে
করোনার আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ। ১৫ জন ইতালীয় পর্যটক-সহ মোট ২৩টি আক্রান্তের ঘটনা ঘটল এই দেশেই। সব মিলিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছুঁল ২৯। তবে ভাইরাসটি প্রতিরোধ করতে এবার বিদেশি পর্যটকদের কড়া নজরদারীতে রাখা হবে এমন নির্দেশ দিল কেন্দ্র। উল্লেখ্য, ভারতে প্রথম করোনা ভাইরাসের আক্রান্তের খবর আসে কেরালা থেকে। এর পর একের পর এক বাড়তে থাকে করোনা আক্রান্তের সংখ্যা। দু’দিন আগেই দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ৪৫ বছরের এই ব্যক্তি-সহ পরিবারের ছ’জন। তাঁরা এখনও দিল্লির সফদরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে, জয়পুরে আক্রান্ত ৬৯ বছরের ইতালীয় নাগরিক এবং তাঁর স্ত্রী-সহ ওই গ্রুপের ১৪ জন সদস্য। তাঁরা প্রত্যেকেই ভর্তি জয়পুরের সাওয়াই মান সিং হাসপাতালে। এর আগে উহান ফেরত কেরালার তিন পড়ুয়ার শরীরে করোনার জীবাণু মিলেছিল। বিহার, রাজস্থানেও ভাইরাসের সংক্রমণ সন্দেহে কয়েকজনকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। তবে সেই পরিস্থিতি অনেকটাই লাগালে। সোমবার নতুন করে দিল্লি ও তেলঙ্গানার দুই বাসিন্দার শরীরে সংক্রমণ পজিটিভ ধরা পড়ার পর থেকে আতঙ্ক কয়েকগুণ বেড়েছে। এদিকে, সোমবারের পর বিশেষ পদক্ষেপ হিসাবে ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া ও জাপানে যাওয়ার ভিসা বাতিল বলে ঘোষণা করেছে কেন্দ্র। ৩-রা মার্চ পর্যন্ত যেসব ভিসা অনুমোদন করা হয়েছিল তা বাতিল করা হয়। ওইসব দেশ থেকে কেউ ভারতে প্রবেশ করতে পারবেন না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।