
নিউজটাইম ওয়েবডেস্ক : কর্নাটকের পর এবার মধ্যপ্রদেশে ঘোড়া কেনা বেচার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। কংগ্রেসের অভিযোগ, মঙ্গলবার মধ্যরাত থেকে গুরুগ্রামের একটি অভিযাত হোটেলে আটক করে রাখা হয়েছে মধ্যপ্রদেশ সরকারের ৮ জন বিধায়ককে। কংগ্রেস সরকারকে ক্ষমতা থেকে সরাতেই এমন কান্ড বলে অভিযোগ কংগ্রেসের।
সুত্রের খবর কংগ্রেসের মন্ত্রীরা ঐ হোটেলে গেলে তাদের সাথেও দেখা করতে দেওয়া হয়নি আটক বিধায়কদের সাথে। বিশাল অঙ্কের টাকার টোপও দেওয়া হয়েছে বলে অভিযোগ। মধ্যপ্রদেশে কংগ্রেস সরকারের ১৫ মাসের মধ্যেই এই সংকটের মুখোমুখি হল কমল নাথের সরকার। যদিও কমলনাথের দাবি তাঁর সরকার কোনো সংকটের সম্মুখীন হয়নি। অর্থমন্ত্রী তরুণ ভানোট বলেন, গুরুগ্রামের কংগ্রেস বিধায়কদের হোটেলে আটকে রাখার প্রাথমিক লক্ষ্য হল মধ্যপ্রদেশে ক্ষমতা দখল। এই গোটা বিষয়ে হরিয়ানা পুলিশের মদত আছে। ভানোট সংবাদমাধ্যমকে জানান, অন্য বিধায়কের থেকে ফোন পাওয়ার পর জয়বর্ধন সিং ও জিতু পাটওয়ারি ঐ হোটেলে গেলেও তাঁদের সঙ্গে বিধায়কদের দেখা করতে দেওয়া হয়নি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান, প্রাক্তন মন্ত্রী নরোত্তম মিশ্র ছাড়াও আরও অনেক বিজেপি মন্ত্রীদের দেখা যায় এই হোটেলের আশেপাশে। এই ঘটনার সাথে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, নরোত্তম মিশ্র, ভুপেন্দ্র সিং এবং রামপাল সিং যুক্ত বলে অভিযোগ কংগ্রেসের। মঙ্গলবার রাত ২ টো নাগাদ, কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং এর পুত্র জয়বর্ধন সিংকে ঐ হোটেলে ঢুকতে দেখা যায়, তারপর কংগ্রেসের তরফ থেকে জানানো হয় আটক বিধায়কদের মধ্যে ৬ জনকে উদ্ধার করেছে কংগ্রেস।