
নিউজটাইম ওয়েবডেস্ক : লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে ক্রিপ্টোকারেন্সি। সরাতে হবে রিজার্ভ ব্যাঙ্কের নিষেধাজ্ঞা। এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। এর ফলে আর কোনও বাধাই রইল না বিটকয়েন সহ একাধিক ডিজিটাল মুদ্রার ব্যবহারে।
এত দিন এর মাধ্যমে লেনদেনে বৈধতা ছিল না। এ নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া। সেই আবেদনের ভিত্তিতে বুধবার দেশের শীর্ষ আদালত রায় দেয়, এ বার থেকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন করা যাবে। তাতে আরবিআই-এর আর কোনো নজরদারি থাকবে না। যে সমস্ত প্রতিষ্ঠান, বিনিয়োগকারী বা ব্যবসায়ী এ ধরনের মুদ্রায় লেনদেন করে, তাঁরাও সুপ্রিম কোর্টের এই নির্দেশ গ্রহণ করেছেন। ২০১৮ সালের জুলাইয়ে ভারতে বিটকয়েন-সহ সব ধরনের ডিজিটাল মুদ্রা কেনাবেচায় নিষেধাজ্ঞা জারি করে আরবিআই। তারা জানায়, ভারতীয় মুদ্রায় বিটকয়েন কেনা-বেচা বন্ধ করতে হবে। সে সময় আইএএমএআই জানিয়েছিল, বৈধ লেনদেনেও ক্রিপ্টোকারেন্সি ব্যবহার এক্ষেত্রে ধাক্কা খেতে পারে। তবে এ দিনের নির্দেশের ফলে সেসব বাধা উঠে গেল।