নিজের সোশ্যাল মিডিয়া ত্যাগ করার রহস্য উন্মোচন করলেন মোদী
11 months ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক : অবশেষে জল্পনার অবসান ঘটল।নারী দিবসে অনুপ্রেরণামূলক মহিলাদের হাতে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তুলে দেবেন। মঙ্গলবার নিজেই টুইট করে একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি টুইট করেন, ‘এই নারী দিবসে, আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেই মহিলাদের হাতে তুলে দেব যাঁরা নিজেদের কাজ ও জীবনের মাধ্যমে আমাদের উদ্ধুদ্ধ করেছেন। যা লাখ লাখ মহিলাদের অনুপ্রেরণা জোগাবে।’
প্রসঙ্গত, সোমবার রাতে একটি টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী। লেখেন, ‘আগামী রবিবার থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউবে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেব ভাবছি। আপনাদের সবাইকে এই বিষয়ে জানাব।’
মোদীর সেই টুইটের পর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো কমেন্টের ছড়াছড়ি পড়ে যায়। মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় সোশ্যাল মিডিয়া জুড়ে। কেউ কেউ তাকে সোশ্যাল মিডিয়া ছাড়তে বলেন অনেকের মতে, ট্রোলের কারণে সোশ্যাল মিডিয়া ত্যাগ করছেন মোদী। তাঁরা আবার পরামর্শও দেন। মোদি ভক্তদের অনেকেই জানান, মোদী না থাকলে তাঁরাও সোশ্যাল মিডিয়া আর ব্যবহার করবেন না।