
নিউজটাইম ওয়েবডেস্ক : সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ অ্যাক্টিভ।গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রকে আক্রমণ করেছেন। আবার প্রধানমন্ত্রী হওয়ার পর সরকারের বিভিন্ন কীর্তিকলাপ তুলে ধরেন। দেন দেশবাসীর উদ্দেশে নানা বার্তা।
আর তিনিই কিনা সোশ্যাল মিডিয়া থেকে সরে যেতে চলেছেন? তা নিয়েই তোলপাড় সোশ্যাল মিডিয়া ঠিক কি বলেছেন তিনি? সোমবার রাতে একটি টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী। লেখেন, ‘আগামী রবিবার থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউবে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেব ভাবছি। আপনাদের সবাইকে এই বিষয়ে জানাব।’