
নিউজটাইম ওয়েবডেস্ক :
দিল্লি গণধর্ষণকাণ্ডে ফের পিছিয়ে গেল মৃত্যুদণ্ডের প্রক্রিয়া। সোমবার রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানান অন্যতম সাজাপ্রাপ্ত অপরাধী পবন কুমার গুপ্ত। রামনাথ কোবিন্দ সেই আর্জি খারিজ করার পর, দিল্লি কারা আইন অনুযায়ী, কমপক্ষে ১৪ দিনের জন্য পিছিয়ে গেল ফাঁসি। শুধু পবনের নয়, ফাঁসি পিছিয়ে গেল বাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীদেরও। সোমবার ফাঁসির বদলে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি সুপ্রিম কোর্টে নাকচের কয়েক ঘন্টা পেরোতেই না পেরোতেই নির্ভয়াকাণ্ডে দোষী পবন গুপ্তর প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
প্রসঙ্গত, । ফাঁসি থেকে বাঁচতে নির্ভয়া কাণ্ডের চার দণ্ডিতের মধ্যে তিন জনের সমস্ত আইনি বিকল্প শেষ। একমাত্র বাকি পবন গুপ্ত। গত ২৮ ফেব্রুয়ারি শীর্ষ আদালতে মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনার আর্জি (কিউরেটিভ পিটিশন) জানায় ।রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানায় পবন।
সোমবার বিচারপতি রামানার কক্ষে এই আবেদনের শুনানি করেন বিচারপতি এন ভি রামানা, বিচারপতি অরুণ মিশ্র, আর এফ নরিমন, আর ভানুমথি ও অশোক ভূষণের একটি বেঞ্চ। নির্ভয়াকাণ্ডে ফাঁসি ঠেকাতে বারবার মরিয়া চেষ্টা চালায় অপরাধীরা। রায় সংশোধনের আর্জি (কিউরেটিভ পিটিশন) জানিয়ে শুক্রবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় নির্ভয়াকাণ্ডে দণ্ডিত পবন গুপ্তা। ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাবাসের সাজার আবেদন জানিয়ে শুক্রবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন পবন।