
নিউজটাইম ওয়েবডেস্ক : আচমকাই তেলের গুদামে ঘটল বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনা। শুক্রবার বিকেলে হঠাৎ করেই দাউ দাউ করে ওই গুদামে জ্বলে উঠে আগুন। সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। ভয়াবহ এই অগ্নিকান্ডের জেরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের মাধবরাম এলাকায়। দমকলের ৫টি ইঞ্জিনের সহায়তায় অগুন নেভানোর কাজ সম্ভব না হওয়ায় পরে আবার সেখানে ইঞ্জিন পাঠানো হয়। এখন মোট ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছে। কিন্তু হঠাৎ করে কী কারনে এই আগুন লাগল, তা এখনও জানা যায়নি। তবে এই আগুনের ভয়াবহতা এনেকটাই বেশি। দমকলবাহিনীর প্রচেষ্টায় খুব শীঘ্রই আগুন নিয়ন্ত্রনে আসবে বলে মনে করা হচ্ছে।