
নিউজটাইম ওয়েবডেস্ক : সপ্তাহান্তে ফের গরম হল রাজধানী।শনিবার ব্যস্ততম মেট্রো স্টেশন রাজীব চকে উঠল ‘গোলি মারো’ স্লোগান। এই ঘটনার জেরেই চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। এখনও পর্যন্ত মোট ৬ জনকে আটক করেছে দিল্লি পুলিশ।
গত কয়েকদিন থেকে উত্তপ্ত থাকার পর ধীরে ধীরে তা স্বাভাবিকের দিকেই এগোচ্ছিল। এমতাবস্থায় মেট্রো স্টেশনে শোনা গেল ‘দেশকে গদ্দারোঁ কো, গোলি মারো শা** কো’ শ্লোগান। সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মেট্রো স্টেশনে স্লোগান দেওয়ার ভিডিও। শনিবার সকাল ১১ টার দিকে রাজীব চক মেট্রো স্টেশনে ঘটে এই ঘটনা। ব্যস্ততম এই স্টেশনে গোলি মারো’ স্লোগান দিতে শুরু করে ৬ জন ব্যক্তি। এরপর ট্রেন এলে তাতে উঠে পড়ে তারা। সেখানে উঠেও চলতে থাকে শ্লোগান। সেখান থেকে তাঁদের পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে বিরোধীদের ‘গোলি মারো’ স্লোগান তুলে এইভাবে প্রচার করা ঠিক হয়নি বলে জানিয়েছেন বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি।