
নিউজটাইম ওয়েবডেস্ক :
সোনিয়া গান্ধীর বিরুদ্ধে এবার আক্রমণের সুর চড়ালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে ‘রাজধর্ম শেখাবেন না’ বলে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট কে কটাক্ষ করেন তিনি। প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, সনিয়া গান্ধীরা রাষ্ট্রপতি ভবনে যান। সেখানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে দেখা করেন তাঁরা। সেখানে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়ে সরকার যাতে ‘রাজধর্ম’ পালন করেন, সেবিষয়ে পরামর্শ দেন সোনিয়া গান্ধী।
এরপরেই সোনিয়ে গান্ধীর বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় অইনমন্ত্রী। তাঁর কথায়, কংগ্রেস সরকারের ইতিহাস ঘাটলেই একে একে প্রকাশ্যে আসবে সমস্ত দুর্নীতির রেকর্ড? ভোট ব্যাঙ্কের রাজনীতির বিষয়টিওবাদ বাদ পড়বেনা। দিল্লির পরিস্থিতি নিয়ে তিনি যে কোন রাজনীতি বরদাস্ত করবেননা সেবিষয়টিও এদিন স্পষ্ট করে দেন তিনি। তিনি বলেন, দিল্লির পরিস্থিতি মোকাবিলা করতে কেন্দ্র সরকার যখন চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন কংগ্রেসের এহেন রাজনীতি মেনে নেওয়া যায়না।
দিল্লির হিংসার ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯ জনের। আহত হয়েছেন দেড়শো-এর বেশি মানুষ। এই ঘটনায় রাজনৈতিক মহল থেকে শুরু করে উদ্বিগ্ন সকলেই। একই সাথে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি হাইকোর্টও। ৮৪–র হিংসার পুনরাবৃত্তি না হওয়ারও নির্দেশ দেন বিচারপতি মূরলীধর। তবে আশার কথা, শুক্রবার সকাল থেকে এখন পর্যন্ত কোনরকম দাঙ্গার খবর মেলেনি। খোলা হয়েছে দোকানপাঠও। বেশ কিছুটা স্বাভাবিক রয়েছে আক্রান্ত এলাকার জীবনযাত্রা।