
নিউজটাইম ওয়েবডেস্ক : আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনারকে রাজভবনে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
আসন্ন পুরভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে কী কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন, তা জানতে চেয়েই এই তলব। তাঁর ডাকে সাড়া দিয়ে আজ দুপুরে রাজভবনে গেলেন রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাস, সঙ্গে ছিলেন কমিশনের সচিব নীলাঞ্জন শান্ডিল্য। প্রায় ৪৫ মিনিট ধরে বৈঠক হয় উভয়ের। রাজ্যপালকে ভোটের প্রস্তুতি নিয়ে সমস্ত তথ্য জানানো হয়েছে বলে কমিশন সূত্রে খবর। গোটা বিষয়টি নিয়ে প্রেস বিবৃতি জারি করেছে রাজভবন। এদিন কমিশনের তরফে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে। এর আগে পঞ্চায়েত ভোট এবং লোকসভা ভোটে রাজ্যে অশান্তির পরিবেশ ছিল ।সামনেই পুরভোট। সেই ভোট অবাধ ও সুষ্ঠুভাবে করতে রাজ্য প্রশাসনের পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনেরও দায়িত্ব আছে বলে করেন তিনি। এর পরিপ্রেক্ষিতেই শান্তিপূর্ণভাবে এবারের পুরভোট সম্পন্ন করতে কমিশন কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চেয়েছিলেন রাজ্যপাল। এদিন রাজভবনের বৈঠক সেরে কমিশনার এবং সচিব ফেরার পরই রাজ্য নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। যাতে নতুন করে ২০ লক্ষ ৬৯ হাজার জনের নাম রয়েছে। নাম বাদ গিয়েছে প্রায় ২ লক্ষ ৭৫ হাজার ভোটারের।