
নিউজটাইম ওয়েবডেস্ক : বদলি করা হল দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলীধরকে। তাঁর আওতায় চলছিল রাজধানীতে চলতি হিংসা মামলার শুনানি। বুধবারই এই মামলায় কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা করেছিলেন বিচারপতি এস মুরলীধর ঠিক তারপরই তাঁকে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলি করা হয়েছে।
দিল্লি হাইকোর্টের তৃতীয় প্রবীণতম বিচারপতি হলেন এস মুরলীধর। তাঁকে বদলির বিষয়ে গত ১২ ফেব্রুয়ারি সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলিজিয়াম। দু’সপ্তাহের মাথায় বুধবার রাতে কেন্দ্রের তরফ থেকে বদলির নির্দেশিকা জারি করা হয়।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংবিধানের ২২১(১) ধারায় অর্পিত ক্ষমতা বলে দেশের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার ভিত্তিতে দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলীধরকে পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে বদলি করছেন রাষ্ট্রপতি। তাঁকে অবিলম্বে পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে দায়িত্বভার গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।’
গত সপ্তাহেই বিচারপতি এস মুরলীধরের বদলির নিন্দা করেছিল দিল্লি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন।