
নিউজটাইম ওয়েবডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের মাটিতে নামছেন, তখন উত্তর-পূর্ব দিল্লিতে একের পর এক বাড়ি জ্বলছে৷ রবিবার থেকে চলছে দিল্লীর এই চরম বিশৃঙ্খলা। ইতিমধ্যেই ২০ জনের মৃত্যু হয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যস্ত ছিলেন ট্রাম্পের আতিথেয়তায়৷ দিল্লি নিয়ে কোনো মতামত প্রকাশ করেননি৷ আজ, বুধবার দিল্লি হিংসা নিয়ে নিরবতা ভাঙলেন মোদি৷
এ দিন ট্যুইটারে মোদি লিখলেন, ‘শান্তি ও সম্প্রীতি আমাদের মূল ভিত্তি৷ দিল্লির ভাই-বোনেদের কাছে আমার আবেদন, শান্তি ও ভাতৃত্ব বজায় রাখুন৷ যত দ্রুত সম্ভব শান্তি ও স্বাভাবিক অবস্থা ফেরানো খুব জরুরি৷’ আরও একটি ট্যুইটে তিনি লিখছেন, ‘দিল্লির সব এলাকার পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হয়েছে৷ শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি আনতে পুলিশ ও অন্যান্য এজেন্সি ঘটনাস্থলে গিয়ে কাজ করছে৷’