
নিউজটাইম ওয়েবডেস্ক : এখনও শান্তি ফেরেনি রাজধানীতে। মঙ্গলবার দিনভর অশান্তি চলার পর বুধবার সকাল থেকে ফের জ্বলছে দিল্লি। ইতিমধ্যেই অশান্ত জনতাকে শান্ত করতে সেনা নামানোর আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু জানা গিয়েছে এখনও পর্যন্ত সেই সেনা নামানোর জন্য কোনরকম ভাবনা চিন্তা করছেনা মোদী সরকার। এক জাতীয় সংবাদ সংস্থা সুত্রে পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত মোট ৪৫ কোম্পানি প্যারা মিলিটারি ফোর্স মোতায়েন করা হয়েছে দিল্লির পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য।
বুধবার সকালে কেজরিওয়াল তাঁর ট্যুইটার হ্যন্ডেলে লেখেন, সেনা নামানোর জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আর্জি জানাবেন। যাতে অত্যন্ত দ্রুত দিল্লির এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন পুলিশ সহ অনেকের সাথেই তিনি মঙ্গলবার রাতে যোগাযোগ করেন। তাঁর কথায়, ‘পুলিশ সবরকম চেষ্টা সত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না।’ আর ঠিক সেকারনেই সেনা নামানোর কথা বলেছেন তিনি। এছাড়া অন্যান্য জায়গাতেও যাতে কার্ফু জারি করা হয়, সেকথাও বলেন তিনি। দিল্লিবাসীকে শান্ত করার জন্য মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মঙ্গলবারই দিল্লিবাসীর কাছে আবেদন জানিয়েছিলেন। এমনকি রাজধানীর এমন এবস্থা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও কথা বলেন তিনি। বিশেষ করে দিল্লির যে সমস্ত এলাকায় হিংসার আগুন ছড়িয়েছে, সাখানকার বিধায়কদের সঙ্গেও কথা বলেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ দিল্লির পরিস্থিতি যাতে আবার নতুন করে উত্তপ্ত না হয় সেব্যাপারে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেন কেজরিওয়াল৷