নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে রাজঘাটের উদ্দেশে রওনা হন ট্রাম্প দম্পতি। সেখানে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন তাঁরা। রাজঘাট থেকে হায়দরাবাদ হাউসের উদ্দেশে রওনা হন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তাঁদের অভিবাদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন মোদী ও ট্রাম্প।
সকাল ১১টা নাগাদ মোদী ও ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বক্তব্যগুলি একনজরে:
– ইসলামিক সন্ত্রাস রুখতে একসঙ্গে কাজ করবে দুই দেশ: প্রেসিডেন্ট ট্রাম্প।
– ভারতকে লড়াকু কপ্টার দেবে আমেরিকা: প্রেসিডেন্ট ট্রাম্প।
– মার্কিন-ভারত সম্পর্ক আগের থেকে আরও মজবুত। তা বর্তমান দুই নেতার কারণেই: প্রেসিডেন্ট ট্রাম্প।
– ভারতের সঙ্গে নিরপাত্তা ইস্যুতে আলোচনা হয়েছে : প্রেসিডেন্ট ট্রাম্প।
– ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্কে ভারসাম্য এসেছে: মোদী।
– ভারত-মার্কিন সমঝোতা ২১ শতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ: মোদী।
– দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে দুই রাষ্ট্রনেতা।
– স্বাস্থ্যকর ও ইতিবাচক স্কুলিংয়ের এই পরিবেশ দেখে আমি অভিভূত: দিল্লির সরকারি স্কুলে বললেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
– ভারতে আসার অভিজ্ঞতা দুর্দান্ত: ট্রাম্প।