
নিউজটাইম ওয়েবডেস্ক : দুদিনের সফরে সোমবার ভারতে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার দুপুরের আগেই আহমেদাবাদের মাটিতে পা রাখেন তিনি । তাঁর সঙ্গে এসেছেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও কন্যা ইভাঙ্কা। ট্রাম্পের জন্য এলাহি আয়োজন করা হয়েছে আগ্রা ও আহমেদাবাদে।
মঙ্গলবার রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে রাজঘাটের উদ্দেশে রওনা হন ট্রাম্প দম্পতি। সেখানে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন তাঁরা।রাজঘাট থেকে হায়দরাবাদ হাউসের উদ্দেশে রওনা হন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তাঁদের অভিবাদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন মোদী ও ট্রাম্প। সকাল ১১টা নাগাদ মোদী ও ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়