সিএএ-এর বিরোধিতায় ফের রণক্ষেত্র দিল্লি, দুই গোষ্ঠির ইঁটবর্ষনে আতঙ্কিত এলাকাবাসী
11 months ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক : রবিবার সকাল থেকেই চলছে ধর্না। বেলা বাড়তেই ফের উত্তপ্ত রাজধানী দিল্লি। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে জাফরাবাদ, চাঁদবাগে ধর্নায় বসেন আন্দোলনকারীরা। কিন্তু ক্রমেই উত্তপ্ত হয়ে পড়ে জাফরাবাদ সংলগ্ন মউজপুরে এলাকার পরিস্থিতি। প্রথমেই দুই গোষ্ঠির মধ্যে শুরু হয় ইঁট ছোড়াছুড়ি। আশেপাশের বাড়ি থেকেও আগুনে ঘি ঢেলে চলতে থাকে ইট ছোঁড়ার পালা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। এই ঘটনার জেরেই সন্ধ্যে পর্যন্ত এলাকায় নিযুক্ত করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
সুত্রের খবর, দিল্লির মউজপুরের কাছে সিএএ-এর বিরোধীতায় এদিন একটি মিছিল বের হয়। কিন্তু সেই মিছিল আটকে দেয় পুলিশ। পুলিশের সাথে আন্দোলনকারীদের শুরু হয় তর্ক-বিতর্ক। ঠিক সেই মুহূর্তে রাস্তা ফাঁকা করতে হাজির হয় বিজেপি অনুগামীরা। তাঁদের সাথেও বচসায় জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশও। উত্তেজনার জেরে বন্ধ হয়ে যায় এলাকার সমস্ত দোকানপাট। উল্লেখ্য, সোমবার বিকেলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সপরিবার দিল্লিতে আসছেন। তার প্রাক্কালে দিল্লির এহেন অশান্তি কী মোদি প্রশাসনকে চাপে ফেলতে চলেছে? উঠছে এমনই প্রশ্ন।