
নিউজটাইম ওয়েবডেস্ক : ভোর রাতে ফের ভয়াবহ বাস দুর্ঘটনা। বৃহস্পতিবার একটি কন্টেনার ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে কেরালা সড়ক পরিবহণের একটি বাসের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কোয়েম্বাটোরের তিরুমুগানপুনদি এলাকায়। এখনও পর্যন্ত ২০ জনের মৃত্য হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সুত্রে পাওয়া খবর অনুযায়ী, বেঙ্গালুরু থেকে এদিন এরনাকুলামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওই যাত্রীবাহী বাসটি। বাসটিতে ছিলেন ৪৮ জন যাত্রী। অন্যদিকে কোচি থেকে বেঙ্গালুরু যাচ্ছিল ফ্লোর টাইলস বোঝাই ওই কন্টেনার ট্রাকটি। হঠাৎ করেই ভোর ৩.২৫ নাগাদ অবিনাশি-সালেম বাইপাসে কন্টেনার ট্রাক ও বাসের মধ্যে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই ২০ জন যাত্রী সহ বাসচালকের মৃত্যু হয়। আশঙ্কা করা হচ্ছে, কয়েক মুহূর্তের জন্য ওই ট্রাকের চালক ঘুমিয়ে পড়েছিলেন। যার জেরে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রী বোঝায় বোসটিতে ধাক্কা মারে ট্রাকটি। স্থানীয়দের তৎপরতায় আহত বাকি যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।