
নিউজটাইম ওয়েবডেস্ক : সোনাকে বিশ্বের অর্থনীতির মূল কাঠামো হিসাবে ধরা হয়। কোন দেশের কাছে ঠিক কতটা সোনা রয়েছে তার ওপর নির্ভর করে সেই দেশেই অর্থনৈতিক কাঠামো। তবে ভারতের মতো দেশে সোনার একটি সামাজিক ভূমিকা রয়েছে। এখানে বিয়ে হোক বা অন্নপ্রাসন সমস্ত শুভ অনুষ্ঠানেই সোনা প্রয়োজন হয়। কিন্তু দিন দিন সোনার দাম বাড়ায় এবার মাথায় হাত পড়ছে মধ্যবিত্তের। তবে শুধু ক্রেতাই নন লোকসানের মুখে পড়েছেন বিক্রাতারাও।
ফের হাজির বিয়ের মরশুম, আর তার সাথে টেক্কা দিয়ে বুধবার এক লাফে আরও বেশ খানিকটা বাড়ল সোনার দাম। একই সঙ্গে বেড়েছে রূপোর দামও। এ দিন প্রতি ১০ গ্রামে সোনার দাম বেড়েছে ৪৬২ টাকা। যার ফলে ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়াল ৪২ হাজার টাকা। অন্যদিকে কেজি প্রতি রূপোর দাম বেড়েছে ১০৪৭ টাকা। মঙ্গলবার রূপোর দাম ছিল প্রতি কেজিতে ৪৭,৬০৫ টাকা। ১০৪৭ টাকা বাড়ায় সেই দাম গিয়ে ঠেকল ৪৮,৬৫২ টাকা প্রতি কেজিতে।