
নিউজটাইম ওয়েবডেস্ক : ফের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল মুম্বইয়ে। সোমবার একটি সরকারি বহুতলে ঘটে এই বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনা। খবর পোয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৬টি ইঞ্জিন ও ৯টি জলের ট্যাংকার। এই অগ্নিকান্ডের ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।
এদিন সকালে বাইকুল্লার মাজগাঁওতে জিএসটি ভবনের নবম তলায় ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে সেখানে পৌঁছায় দমকলের ১৬টি ইঞ্জিন। সাথে সাথেই শুরু হয়ে যায় আগুন নেভানোর কাজ। বহুতলে কেউ আটকে রয়েছেন কি না তা এখনও জানা যায়নি। তবে তার খোঁজ শুরু করেছেন দমকল কর্মীরা। আগুনে এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।