
নিউজটাইম ওয়েবডেস্ক :
দিনটা ১৫ ডিসেম্বর। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধীতায় সরব দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ওপর চড়াও হয় পুলিশ। বিনা অনুমতিতে তারা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ঢুকে নিরস্ত্র পড়ুয়াদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ করা হয়। এই ঘটনার জেরে উত্তাল হয় রাজধানী। যদিও এই দাবি স্বীকার করেনি পুলিশ।
কিন্তু ইতিমধ্যেই জামিয়া কোঅর্ডিনেশন কমিটির তরফে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, আচমকাই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ঢুকে পড়ে পঠনরত পড়ুয়াদের লাঠি চালাতে শুরু করে। এই ফুটেজটি প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব হয়েছে একাধিক মহল।
প্রকাশ্যে আসা ভিডিওটিতে পুলিশের লাঠিচার্য করার বিষয়টি স্পষ্ট ভাবে দেখা গেলেও পড়ুয়াদের পাল্টা আক্রমনের কোন ছবি ধরা পড়েনি। এমনকি তাঁদের হাতে মারার উপযু্ক্ত কোন অস্ত্রও দেখা যায়নি। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা। ভিডিও দেখা এটাও স্পষ্ট হয়েছে যে, পরিকল্পনা করেই এদিন পড়ুয়াদের ওপর আক্রমন করেছে পুলিশ।
প্রসঙ্গত, জামিয়া মিলিয়ার এই ঘটনার পর যখন উত্তপ্ত হয় গোটা দেশ, তভন এই পুরো ঘটনাটি অস্বীকার করে পুলিশ। তবে এই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই পুলিশের সেই দাবি খন্ডিত হয়।